নিজস্ব সংবাদদাতা : আজ মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, তার সম্পূর্ণ পরিবারসহ, তার প্রথম ভারত সফরে এসেছেন। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথেও সাক্ষাৎ করবেন তিনি। কিন্তু ভারতে পা রাখার পরেই সবথেকে প্রথমে তিনি তার সম্পূর্ণ পরিবারসহ পৌঁছে গেলেন দিল্লির অক্ষরধাম মন্দিরে।
/anm-bengali/media/media_files/2025/04/21/pd1q3ide71VgeDbxEldC.jpeg)
এই মন্দিরের সৌন্দর্য এবং স্থাপত্য দেখে মুগ্ধ হন সকলেই। এই সফরের সময় ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন তিনি।