নিজস্ব সংবাদদাতা : এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সৌদি আরব সফর নিয়ে মুখ খুললেন প্রাক্তন কূটনীতিক কে পি ফ্যাবিয়ান। তিনি এই সফরটিকে অত্যন্ত্য গুরুত্বপূর্ণ একটি সফর হিসেবেই দেখছেন। আজ এই বিষয়ে তিনি বলেন, "ভারতের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর। সৌদি আরব ভারতের শক্তি, কৌশল, কূটনীতি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশীদার।"
/anm-bengali/media/media_files/2025/04/20/uYJNTV1B0iVRqNzLVBxS.jpeg)
তিনি আরও জানান,"সৌদিতে প্রচুর ভারতীয় থাকায় তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা ও তাদের অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করাও ভারতের একটি বড় দায়িত্ব।"