নিজস্ব সংবাদদাতা: মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টনে লোকসভার এলওপি রাহুল গান্ধীর বক্তব্যের প্রেক্ষিতে কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারি বলেন, "কেন বিজেপি নিজেদের বা নির্বাচন কমিশনের উন্নতি করে না? রাহুল গান্ধী তার অধ্যয়ন বক্তৃতায় যা বলেছেন তাতে তথ্য তুলে ধরেছেন, কিন্তু আমেরিকায় কি এই তথ্যগুলো জানা নেই? যতক্ষণ না এই দেশের নির্বাচন কমিশন নিরপেক্ষ, স্বাধীন বা যেকোনো চাপমুক্ত থাকে, ততক্ষণ গণতন্ত্র কীভাবে টিকে থাকবে?"
/anm-bengali/media/post_attachments/e67b7d72-886.png)