নিজস্ব সংবাদদাতা: আজ শালবনীর জিন্দালে পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস ও ২২ এপ্রিল মেদিনীপুর কলেজ কলেজিয়েট ময়দানে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক ও বিভিন্ন প্রকল্পের পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ইতিমধ্যেই সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে চলছে জোর কদমে প্রস্তুতি। একদিকে যেমন চলছে মঞ্চ তৈরীর কাজ, তেমনই অন্যদিকে দফায় দফায় চলছে নিরাপত্তার সমস্ত দিক খতিয়ে দেখার প্রক্রিয়া। রবিবারই শালবনী জিন্দাল এবং কলেজ ময়দানে হয় হেলিকপ্টার মহড়া। কারণ সোমবার ও মঙ্গলবার দুই দিনই হেলিকপ্টারে করে দুই জায়গায় যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। সেই কারণে দুই জায়গাতেই করা হয়েছে অস্থায়ী হেলিপ্যাড।
/anm-bengali/media/post_attachments/fe0b2a6c-c34.png)