নিউজ ডেস্ক, পাঁশকুড়া: এবার পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করল ফুল চাষিরা। পাঁশকুড়ার ফুল চাষীদের অভিযোগ, ফুল বা সবজি নিয়ে যাতায়াতের সময় পাঁশকুড়ার রাস্তায় পুলিশ ধরে কেস দিচ্ছে এবং অন্যায় ভাবে টাকার দাবি করছে। আর তারই প্রতিবাদে আজ ভোরে পাঁশকুড়ার ন্যাংরার কাছে হাওড়া-মেদিনীপুর ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে চাষিরা। চাষিদের মূলত অভিযোগ, অন্যায় ভাবে সিভিক পুলিশ ও সুপার হাসপাতাল পুলিশরা জোরপূর্বক তাদের কাছ থেকে টাকা চায়। আর সেই টাকা না দিলে অন্যায় ভাবে তাদের কেস দেওয়া হয়। মূলত পাঁশকুড়া ফুল এবং সবজি চাষের জন্য বিখ্যাত। রাতের অন্ধকার থাকাকালীনই বিভিন্ন মার্কেটে ফুল এবং সবজি নিয়ে যায় চাষিরা। আর সেই সময় চাষিদের থেকে পুলিশের টাকা নেওয়ার প্রতিবাদে পাঁশকুড়ায় দীর্ঘক্ষণ চলে অবরোধ। পরে পাঁশকুড়া থানার পুলিশ গিয়ে সেই অবরোধ তুলে দেয়।