নিজস্ব সংবাদদাতা : ইউক্রেনের সুমি শহরে ব্যালিস্টিক মিসাইল হামলার পর তৈরি হয়েছে ভয়াবহ দৃশ্য। ইউক্রেনের স্টেট এমার্জেন্সি সার্ভিস এবং প্রসিকিউটর জেনারেলস অফিসের প্রকাশ করা ছবি থেকে দেখা যাচ্ছে, আবাসিক এলাকাগুলোর রাস্তায় বড় বড় আগুন জ্বলছে, ফায়ার সার্ভিস কর্মীরা সেই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য আপ্রাণ চেষ্টা করছেন।
/anm-bengali/media/media_files/2025/04/13/1000187063-123321.webp)
চারপাশে ধ্বংসস্তূপ, ভাঙাচোরা বাড়িঘর, ছিন্নবিচ্ছিন্ন জিনিসপত্র—এক কথায় এক যুদ্ধ বিধ্বস্ত শহরের ছবি ফুটে উঠেছে এই ছবিগুলোর মধ্যে দিয়ে। লোকজনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং হতাহতদের খোঁজে উদ্ধার কাজ এখনও চলমান রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
/anm-bengali/media/media_files/2025/04/13/1000187062-805584.webp)
উল্লেখ্য, হামলার পরপরই ঘটনাস্থলে উদ্ধারকারী দল পৌঁছে যায় এবং দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। পরিস্থিতি এখনও উদ্বেগজনক, এবং স্থানীয় প্রশাসন ও জরুরি পরিষেবাগুলি সর্বোচ্চ চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে।