হুড়মুড়িয়ে ভাঙলো কোলাঘাট বিদ্যুৎ কেন্দ্রের এক এবং দু'নম্বর চিমনি- দেখুন ভিডিও

কোলাঘাট বিদ্যুৎ কেন্দ্রের এক নম্বর এবং দু'নম্বর চিমনি ভাঙলো বিদ্যুৎ দপ্তর।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
z

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে বিদ্যুতের চাহিদা বাড়তে থাকায় ১৯৮৪ সালে তৈরি হয়েছিল কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গের একটি বড় তাপবিদ্যুৎ কেন্দ্র। এটি কলকাতা থেকে ৫৫ কিলোমিটার দূরে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের মেচেদায় অবস্থিত। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র (KTPP) ভারতের ষষ্ঠ পরিকল্পনাকালে ( ১৯৮০-৮৫ ) প্রতিষ্ঠিত হয়েছিল। যখন কেন্দ্রটি প্রথম চালু হয় তখন কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রতে মাত্র একটি ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট ছিল।

 কেন্দ্রটির প্রথম সম্প্রসারণ ঘটে ১৯৮৫ সালে, যখন দুটি পর্যায়ে অতিরিক্ত পাঁচটি ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট নির্মাণ করা হয়। যার প্রথম ও দ্বিতীয় ইউনিট মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সেগুলির ইউনিট চিমনি আজ ভেঙে ফেলা হয় । অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে দুটি চিমনি ভেঙে ফেলা হয়। ৬ টা চিমনির মধ্যে ২ টো ভেঙে ফেলা হয়েছে আজ।