গড়বেতা, পশ্চিম মেদিনীপুর: চৈত্র মাসের ৩০ তারিখে শিবের গাজন উপলক্ষে প্রায় দেড় লক্ষেরও বেশি ভক্ত জল ঢালতে উপস্থিত হলেন পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার রসকুন্ডু গ্রামে অবস্থিত বাবা বসন্তরায় জিউ মন্দিরে। দীর্ঘ ৭৫০ বছরেরও বেশি সময় ধরে চলে আসছে প্রাচীন রীতিনীতি মেনে গাজন উৎসব। গাজন উৎসব উপলক্ষে নীল পূজোর দিন বাবার ভক্তরা আসেন জল ঢালতে। কথিত আছে বাবার মাথায় জল ঢাললে বাবা আশীর্বাদ হিসেবে ভক্তদের যেকোনো ধরনের মনস্কামনা পূরণ করেন।
শুধু পশ্চিম মেদনীপুর জেলা নয়, পশ্চিমবঙ্গের পাশাপাশি গোটা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরের থেকেও লক্ষাধিক ভক্ত আসেন বসন্তরায় জিউ-এর মন্দিরে। শুধুমাত্র চৈত্র মাসের গাজন উৎসবই নয়, সারা বছরই মানুষজন বাবার মন্দিরে আসেন পুজো দিতে। কোনও ভক্ত প্রথম বছর তো আবার কোনও ভক্ত প্রত্যেক বছরই এই মন্দিরে আসেন জল ঢালতে। সকল ভক্তদেরকে সারা বছর সুস্থ রাখার জন্যই বাবার কাছে তারা প্রার্থনা করেন।