নিজস্ব সংবাদদাতা : ওয়াকফ আইন বিরোধী একটি বিক্ষোভকে কেন্দ্র করে, সম্প্রতি তুমুল অশান্তির শুরু হয় সমগ্র মুর্শিদাবাদ জুড়ে। এই হিংসার ঘটনার ফলে, তুমুল আলোড়নের সৃষ্টি হয় দেশের রাজনৈতিক মহলে। আর এবার মুর্শিদাবাদের এই ঘটনা প্রসঙ্গে, মুখ খুললেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। তিনি বলেন,"এই মুহূর্তে পরিস্থিতি একেবারেই স্বাভাবিক। রাজনীতির বাধা পেরিয়ে,মানুষ যেন মানুষের পাশে দাঁড়ায়, এইসময় এটাই কাম্য। কেউ কেউ হিংসাত্মক ঘটনা ঘটিয়েছেন, আর তা অবশ্যই অন্যায় হয়েছে। কিন্তু এর উপর রাজনীতি করা ঠিক নয়। এই ঘটনায় হিন্দু-মুসলমান উভয়েই ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা রাজ্য পুলিশের উপর আস্থা রাখি।''
/anm-bengali/media/media_files/4sLIYevyKxS4ojXRCmdY.jpg)
এরপর তিনি আরও বলেন,''অপরাধী যদি তৃণমূলের হয় বা বিজেপির হয়, অপরাধী মানেই সে শুধুমাত্র একজন অপরাধী। পুলিশ তাদের অবশ্যই নিয়ন্ত্রণে আনবে।"
জ্বলছে মুর্শিদাবাদ ! এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করলেন ফিরহাদ
মুর্শিদাবাদের হিংসার ঘটনায় কি বললেন ফিরহাদ হাকিম ?
নিজস্ব সংবাদদাতা : ওয়াকফ আইন বিরোধী একটি বিক্ষোভকে কেন্দ্র করে, সম্প্রতি তুমুল অশান্তির শুরু হয় সমগ্র মুর্শিদাবাদ জুড়ে। এই হিংসার ঘটনার ফলে, তুমুল আলোড়নের সৃষ্টি হয় দেশের রাজনৈতিক মহলে। আর এবার মুর্শিদাবাদের এই ঘটনা প্রসঙ্গে, মুখ খুললেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। তিনি বলেন,"এই মুহূর্তে পরিস্থিতি একেবারেই স্বাভাবিক। রাজনীতির বাধা পেরিয়ে,মানুষ যেন মানুষের পাশে দাঁড়ায়, এইসময় এটাই কাম্য। কেউ কেউ হিংসাত্মক ঘটনা ঘটিয়েছেন, আর তা অবশ্যই অন্যায় হয়েছে। কিন্তু এর উপর রাজনীতি করা ঠিক নয়। এই ঘটনায় হিন্দু-মুসলমান উভয়েই ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা রাজ্য পুলিশের উপর আস্থা রাখি।''
এরপর তিনি আরও বলেন,''অপরাধী যদি তৃণমূলের হয় বা বিজেপির হয়, অপরাধী মানেই সে শুধুমাত্র একজন অপরাধী। পুলিশ তাদের অবশ্যই নিয়ন্ত্রণে আনবে।"