মালদা-মুর্শিদাবাদে কাশ্মীরের মতো পরিস্থিতি ! স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেই বিস্ফোরক মন্তব্য করলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো

অমিত শাহকে পাঠানো চিঠিতে কি লিখলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ?

author-image
Debjit Biswas
New Update
amit shahjk1.jpg

নিজস্ব সংবাদদাতা : মুর্শিদাবাদের হিংসার ঘটনায় ফের একবার বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। আজ এই হিংসার ঘটনার কথা উল্লেখ করেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি চিঠি লিখেছিলেন তিনি। ওই চিঠিতে তিনি মালদা, মুর্শিদাবাদ, নদিয়া ও দক্ষিণ ২৪ পরগনা জেলাকে ‘অশান্ত এলাকা’ (DISTURBED AREA) ঘোষণা করে আফস্পা (AFSPA) চালুর দাবি জানিয়েছেন। আর এবার এই বিষয়েই ফের একবার মুখ খুললেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।

JYOTIRMOY

তিনি বলেন, “এই এলাকাগুলিতে এখন কাশ্মীরের ৯০-এর দশকের মতো হিন্দু বিতাড়নের পরিস্থিতি তৈরি হয়েছে। এখানকার পরিস্থিতি ক্রমেই বাংলাদেশ বা সিরিয়ার মতো হয়ে যাচ্ছে। কেন্দ্রীয় বাহিনী নামানো হলেও তা যথেষ্ট নয়।”