পশ্চিমবঙ্গে শান্তি ফিরিয়ে আনতে হলে সবার আগে এই রাজ্যপালকে পরিবর্তন করা উচিত- সিভি বোসকে কড়া নিশানা হিরণের

সিভি বোসকে কড়া নিশানা করেছেন হিরণ।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
s

File Picture

 

 

নিজস্ব প্রতিনিধি: ওয়াকফ প্রসঙ্গে এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কড়া নিশানা করলেন বিজেপি বিধায়ক হিরন্ময় চ্যাটার্জি। তিনি বলেছেন, "পশ্চিমবঙ্গের মা-বোনেরা কাঁদছেন...আর তা দেখে মনে হয় আমাদের রাজ্যপাল খুব উল্লসিত হচ্ছেন! সেজন্যই উনি মমতা ব্যানার্জির কাছে গিয়ে অ-আ-ক-খ শিখছেন। তাই, পশ্চিমবঙ্গের শান্তি ফিরিয়ে আনতে হলে সবার আগে এই গভর্নর (রাজ্যপাল)-কে হয় পরিবর্তন করা উচিত কিংবা এই রাজ্যপালের ঘুম থেকে জেগে ওঠা উচিৎ।"

f

সোমবার মেদিনীপুর শহরে একটি কর্মসূচিতে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক এভাবেই রাজ্যপাল সি.ভি আনন্দ বোসকে আক্রমণ করেন খড়্গপুর সদরের বিজেপি বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায়। ওয়াকফ আইনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে সাম্প্রতিক যে অশান্তি শুরু হয়েছে; সে প্রসঙ্গেই জবাব দিতে গিয়ে এদিন বিজেপির 'সেলিব্রেটি' বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করার সাথে সাথেই রাজ্যপালকেও কটাক্ষ করেন। হিরণ বলেন, "এই মুখ্যমন্ত্রীকে আমি বলব জিহাদী মুখ্যমন্ত্রী। তার মদতেই শিলিগুড়ি থেকে মালদা, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, চব্বিশ পরগনা সর্বত্র সন্ত্রাস চলছে। আর ওনার পুলিশ সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন!" সেই সঙ্গেই হিরণ মন্তব্য করেন, "এই রাজ্যের মানুষ গত চার পাঁচ বছর ধরেই তাঁর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য রাষ্ট্রপতি শাসন চাইছেন। কিন্তু, এ রাজ্যের যিনি সাংবিধানিক রক্ষাকর্তা সেই রাজ্যপাল তো ওনার কাছে গিয়ে অ-আ-ক-খ শিখছেন!"