নিজস্ব সংবাদদাতা: ওয়াকফে অশান্ত মুর্শিদাবাদ, ঘরছাড়া ধুলিয়ানের একাধিক পরিবার। রাজ্য সরকারকে আক্রমণ বিজেপির IT সেলের প্রধান অমিত মালব্যর। 'মুর্শিদাবাদের অবস্থা এতটাই শোচনীয় যে, বাঙালি হিন্দুদের পৈতৃক জন্মভূমি পশ্চিমবঙ্গের সঙ্গে এর কোনও মিল নেই। সামশেরগঞ্জের ধুলিয়ান থেকে নৌকা করে পালিয়ে বৈষ্ণবনগরের পারলালপুর গ্রামে আশ্রয় নিচ্ছে। এক সময়ের মনোরম অঞ্চল এখন রক্তপাত ও ভীতির অঞ্চলে রূপান্তরিত হয়েছে। এইসবই মমতা বন্দ্যোপাধ্যায়ের লাগামহীন ও নির্মম ক্ষমতার অনুসরণের ফল।'
/anm-bengali/media/media_files/2025/03/12/qzyTWQcvLeO0Tn3Dy03U.webp)