নিজস্ব সংবাদদাতাঃ ফের দুর্ঘটনা ঘটল বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে। জানা গিয়েছে, 'কৌন বনেগা ক্রোড়পতি ১৪'-র সেটে বড় দুর্ঘটনা ঘটেছে অমিতাভের সঙ্গে। রাত ১টায় শ্যুটিং চালানোর সময় দুর্ঘটনাক্রমে তার বাম পায়ের শিরা কেটে ফেলেন অমিতাভ।
এরপর তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তার পায়ে সেলাই করে দিয়েছেন। আপাতত তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। অমিতাভকে পায়ে জোর করা বা হাঁটাচলা করতে নিষেধ করা হয়েছে। এমনকি ট্রেডমিলের ওপর দিয়েও হাঁটতে পারবেন না তিনি। বিগ বি একটি ব্লগের মাধ্যমে এর ঘটনা সম্পর্কে তথ্য দিয়েছেন।