বিশ্ব বাঘ দিবস পালন বক্সা ব্যাঘ্র প্রকল্পে

author-image
New Update
বিশ্ব বাঘ দিবস পালন বক্সা ব্যাঘ্র প্রকল্পে

সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার: করোনা আবহের মধ্যেও বিশ্ব বাঘ দিবস পালন করলো আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্প।রীতিমতো স্বাস্থ্য বিধি মেনেই বক্সার বিভিন্ন প্রান্তে এই দিবস পালন করা হয়। কিছুদিন পূর্বে ব্যাঘ্র প্রকল্পে টহলদারিতে গোটা দেশে অষ্টম স্থান দখল করেছে আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্প। এই ক্ষেত্রে অসমের মানস ব্যাঘ্র প্রকল্পকেও অনেক পেছনে ফেলে অষ্টম হয়েছে বি. টি. আর। জানা গিয়েছে ১৯৮২ সালে আলিপুরদুয়ার জেলার  বক্সার জঙ্গল বক্সা টাইগার রিজার্ভ হিসাবে স্বীকৃতি পায়। মোট ৭৬০ বর্গকিমি এলাকা জুড়ে বক্সা টাইগার রিজার্ভের ৪০০ বর্গকিমি এলাকা সংরক্ষিত জঙ্গল। বাকিটা বাফার এলাকা। শেষ ২০ বছরে এই জঙ্গলে সরাসরি বাঘেদের তেমন কোনও অস্তিত্ব লক্ষ্য করা যায়নি। সেই কারনে বাইরে থেকে বাঘ এনে এই বনাঞ্চলের হারিয়ে যাওয়া গৌরব ফেরাতে উদ্যোগ নিয়েছে রাজ্য বনদফতর।  বাঘ আনার কথা ভেবে এই বনাঞ্চলে বাইরে থেকে তিন দফায় হরিণ এনে ছাড়া হয়েছে। বাঘেদের খাদ্য সংস্থানের জন্য বাইরে থেকে হরিন এনে ছাড়া হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন ব্যাঘ্র সংরক্ষণে নিয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকরা প্রশিক্ষণও নিয়ে এসেছেন।