শুল্কে লাভ নেই, ক্ষতিও কম- শুল্কের ঝাঁকুনিতে টলেনি ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বাণিজ্য বহু আগে থেকেই সীমিত। তাই নতুন শুল্ক নীতিতে ইরান তেমনভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে না।

author-image
Debapriya Sarkar
New Update
Tariffs

নিজস্ব সংবাদদাতা : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন শুল্ক নীতির আওতায় ইরানসহ বেশ কয়েকটি দেশের পণ্যের ওপর ১০% হারে শুল্ক আরোপ করা হয়েছে। তবে ইরানের ওপর এই শুল্কের প্রভাব খুব কম পড়বে বলে ধারণা করা হচ্ছে। কারণ, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বহু আগেই প্রায় বন্ধ হয়ে গেছে। ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক অনেকটাই কমে গেছে। ২০২৪ সালে এই দুই দেশের মোট বাণিজ্যের পরিমাণ ছিল মাত্র ১০ কোটি ডলার।

Tariffs

ইরান থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া পণ্যের বেশিরভাগই ছিল বিশেষ ধরনের খাদ্যপণ্য, যার মোট মূল্য ছিল মাত্র ১ লাখ ৭০ হাজার ডলারের মতো। অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে ইরানে পাঠানো ওষুধ ও কৃষিপণ্যের রপ্তানি ছিল প্রায় ৯৪ মিলিয়ন ডলার। বিরোধপূর্ণ হলেও, এই বিচ্ছিন্ন অবস্থান ইরানকে বিশ্ববাজারের বড় ঝাঁকুনি থেকে কিছুটা রক্ষা করতে পারে।