নিজস্ব সংবাদদাতা : এবার বিহারের আরজেডি নেতা তেজস্বী যাদবের সাম্প্রতিক কিছু মন্তব্যের প্রেক্ষিতে, নিজের বক্তব্য রাখলেন বিহারের উপ মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিংহ। তিনি বলেন, "আমি তেজস্বী যাদবকে মনে করাতে চাই যে, আপনি সেই বাবার ছেলে, যিনি বলেছিলেন 'আমার মৃতদেহের ওপর দিয়ে বিহার ভাগ হবে', কিন্তু ক্ষমতা ও তোষণের লোভে তিনিই, বিহার ভাগের কেন্দ্রীয় সিদ্ধান্তকে সবার আগে মেনে নিয়েছিলেন।"
/anm-bengali/media/media_files/hyBUggPibhH2Z86Fdjvn.jpg)
এরপর তিনি আরও বলেন, "এমন মানসিকতার লোকজন ক্ষমতার লোভে যেকোনও ধরণের আপস করতে পারে।"