মুর্শিদাবাদ সহিংসতা- এটা কোনও দাঙ্গা নয়, মমতার নাম নিয়ে এ কি বললেন অগ্নিমিত্রা?
BREAKING : বাড়ছে চাপ ! সন্ধ্যে ৬টায় প্রকাশ হতে পারে যোগ্য শিক্ষকদের তালিকা ?
BREAKING: রাহুল গান্ধীর দ্বৈত নাগরিকত্ব! এল বড় আপডেট
BREAKING: "অনেকের চাকরি হবে"! জানিয়ে দিলেন সৌরভ
খেলা নয়, বিচার হবে ! প্রাথমিক ৩২ হাজার শিক্ষক মামলায় বড় টুইট করলেন তরুণজ্যোতি তেওয়ারি
BREAKING: প্রয়াত! ভেঙে পড়লেন মোদী
নিশিকান্ত দুবের বক্তব্য, সরাসরি মোদীর দিকে আঙুল তুললেন এই নেতা!
বিজেপি বিশ্বাসঘাতকদের দল- এবার মুখ খুলে শোরগোল ফেলে দেওয়া হল
মমতা ব্যানার্জির আশ্রয়ে থাকা দুষ্কৃতীরাই দাঙ্গা ছড়িয়েছে মুর্শিদাবাদে ! উচিৎ শিক্ষা দেব বললেন সুকান্ত

স্টেশনের ফুট ওভার ব্রিজেই প্রসব, রেল কর্মীদের সহায়তায় হাসপাতালে মা ও শিশু

author-image
Harmeet
New Update
স্টেশনের ফুট ওভার ব্রিজেই প্রসব, রেল কর্মীদের সহায়তায় হাসপাতালে মা ও শিশু

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : ট্রেনে করে মেদিনীপুর থেকে শালবনি যাওয়ার কথা ছিল চন্দ্রকোনার এক মহিলার। সেই মত রবিবার দুপুরে মেদিনীপুর স্টেশন থেকে গোমো প্যাসেঞ্জার ট্রেন ধরার জন্য ফুট ওভার ব্রিজ পার করতে গিয়েই ঘটে বিপত্তি। প্রসব যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ফুট ওভার ব্রিজেই প্রসব করে বসেন ওই মহিলা। দ্রুত বিষয়টি নজরে আসে রেল পুলিশের কর্মীদের।

বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবায় ফোন করে অ্যাম্বুলেন্স পরিষেবা না মেলায় ফুট ওভার ব্রিজের ওপরেই প্রসব করানো হয় ওই মহিলাকে। পরে নিজেরাই অ্যাম্বুলেন্স ভাড়া করে প্রসূতি মা ও নবজাতক শিশুকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এখন আপাতত শিশু ও মা দুজনেই সুস্থ আছে বলে জানা গিয়েছে।