নিজস্ব সংবাদদাতা: আজ শালবনিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জিন্দল স্টিল অ্যান্ড পাওারের চেয়ারম্যান সজ্জন জিন্দলের উপস্থিতিতে ২০০০ একর জমির উপর তাপবিদ্যুৎকেন্দ্র এবং একটি শিল্প পার্কের শিলান্যাস করা হল। ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক এবং বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ঘাটালের তৃণমূল সাংসদ দেবও ছিলেন।
সৌরভ ঘোষণা করেন, "শালবনীর তাপবিদ্যুৎকেন্দ্রে গোটা রাজ্যেরই সার্বিক উন্নয়ন হবে। আশাকরি আগামী পাঁচ বছর অনেকের জন্য দারুণ কাটবে। অনেকের চাকরি। আমি মুখ্যমন্ত্রী এবং সজ্জন জিন্দলজিকে ধন্যবাদ জানাই"।
/anm-bengali/media/media_files/UYhKLlZs58dH7l6DZrei.jpg)