নিজস্ব সংবাদদাতা : প্রাথমিক ৩২ হাজার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড় টুইট করলেন বিশিষ্ট আইনজীবি ও বিজেপি নেতা তরুণজ্যোতি তেওয়ারি। 'খেলা নয়, বিচার হবে' এই স্লোগান দিয়েই এক যথেষ্ট ইঙ্গিতপূর্ণ টুইট করলেন তিনি।
/anm-bengali/media/media_files/2024/12/11/ovJ2zzXZ26JTXE6pzxQg.jpg)
আজ এই বিষয়ে নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে তিনি লেখেন, ''Primary 32000 আজকে ডিভিশন বেঞ্চে মেনশন করা হলো। 28/04/2025 তারিখ থেকে মামলার শুনানি। "খেলা নয়, বিচার হবে" ।'' তরুণজ্যোতির এই টুইটকে যথেষ্টই গুরুত্বপূর্ণ হিসেবে মনে করছেন বিশেষজ্ঞরা।