নিজস্ব সংবাদদাতা : এবার মুর্শিদাবাদের হিংসার ঘটনা প্রসঙ্গে ফের একবার বিস্ফোরক মন্তব্য করলেন পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আজ তিনি বলেন,''মুর্শিদাবাদে বসবাসকারী হিন্দুরা আজ নিজেদের নিরাপত্তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন। আমরা তাদের মনোবল বাড়াতে চাই। আমরা তাদের জানাতে চাইছি যে পুরো বিজেপি পার্টি তাঁদের পাশে আছে।''
/anm-bengali/media/media_files/2024/12/22/gDTfaQnLAT5PFiH7ElGB.webp)
এরপর মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে তিনি বলেন, ''আজ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়ে,মুর্শিদাবাদে এই দাঙ্গা ছড়িয়েছে,তাদেরকে আমরা উপযুক্ত সময়ে,উচিৎ শিক্ষা দেব।"