নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বক্তব্যের বিষয়ে উত্তর প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রাই এবার বড় বার্তা দিয়েছেন।
তিনি বলেছেন, "বিজেপি আসলে কংগ্রেসের শত্রু। এটি বিশ্বাসঘাতকদের দল।" তার বক্তব্যে শোরগোল শুরু হয়েছে।
#WATCH | Varanasi | On Congress President Mallikarjun Kharge's statement, Uttar Pradesh Congress President Ajay Rai says, "BJP has indeed been the enemy of Congress... It is a party of traitors..." pic.twitter.com/WOOjWrhnw5