নিজস্ব সংবাদদাতা: প্রয়াত হয়েছেন পোপ ফ্রান্সিস। শোকাহত ভারতের প্রধানমন্ত্রী মোদী। টুইট করে দিলেন বিশেষ বার্তা।
মোদী লেখেন, পবিত্র পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। শোক ও স্মরণের এই মুহূর্তে, বিশ্ব ক্যাথলিক সম্প্রদায়ের প্রতি আমার আন্তরিক সমবেদনা। পোপ ফ্রান্সিসকে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের কাছে সর্বদা করুণা, নম্রতা এবং আধ্যাত্মিক সাহসের আলোকবর্তিকা হিসেবে স্মরণ করা হবে। ছোটবেলা থেকেই তিনি প্রভু খ্রিস্টের আদর্শ বাস্তবায়নে নিজেকে নিবেদিতপ্রাণ করেছিলেন। তিনি দরিদ্র ও নিপীড়িতদের সেবা করেছিলেন। যারা কষ্ট পাচ্ছিলেন, তাদের জন্য তিনি আশার আলো জাগিয়েছিলেন।
আমি তাঁর সাথে আমার সাক্ষাতের কথা খুব ভালোভাবে স্মরণ করি এবং অন্তর্ভুক্তিমূলক ও সর্বাত্মক উন্নয়নের প্রতি তাঁর অঙ্গীকারে আমি অত্যন্ত অনুপ্রাণিত হয়েছি। ভারতের জনগণের প্রতি তাঁর স্নেহ সর্বদা লালিত থাকবে। ঈশ্বরের আলিঙ্গনে তাঁর আত্মা চির শান্তি পাক।
/anm-bengali/media/media_files/2025/04/21/1uL96pj1H5BrB5PJeWCf.png)