নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর দ্বৈত নাগরিকত্বের বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য এলাহাবাদ হাইকোর্ট স্বরাষ্ট্র মন্ত্রককে আরও ১০ দিন সময় দিয়েছে। পরবর্তী শুনানির তারিখ ৫ মে। রাহুল গান্ধীর দ্বৈত নাগরিকত্ব রয়েছে বলে অভিযোগ করে এলাহাবাদ হাইকোর্টে একটি আবেদন দাখিল করা হয়েছিল।
/anm-bengali/media/post_attachments/theleaflet/import/wp-content/uploads/2020/03/allahabad-hc-759-965514.jpg?w=1200&h=675&auto=format%2Ccompress&fit=max&enlarge=true)