নিজস্ব সংবাদদাতা : রাজ্য সরকারের ওপর চাপ বাড়িয়ে আজ ফের একবার পথে নামলেন চাকরিহারা শিক্ষকরা। আজ যোগ্য শিক্ষকদের তালিকা দ্রুত প্রকাশ করার দাবি জানিয়ে ফের পথে নামলেন চাকরিহারা শিক্ষকরা। এই চাকরিহারা শিক্ষকদের দাবি আজ যদি যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ না করা হয় তাহলে, তাহলে এসএসসি (SSC) ভবনের সামনেই অবস্থানে বসবেন এই চাকরিহারা শিক্ষকরা। ইতিমধ্যেই কার্যত দুর্গে পরিণত হয়েছে এসএসসি (SSC) ভবনের চত্বর। চারিদিকে পুলিশে পুলিশে ছয়লাপ। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী আজ সন্ধ্যে ৬টার সময় এই যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করতে পারে এসএসসি (SSC)। তবে শুধুমাত্র যোগ্য শিক্ষকই নয় বরং তার সাথে সাথে যোগ্য শিক্ষাকর্মীদের চাকরি নিয়েও সরব হয়েছেন এই চাকরিহারা শিক্ষকরা। অনেকেরই মনে হয়েছে যে পর্ষদের তরফ থেকে, এই যোগ্য শিক্ষাকর্মীদের চাকরি বাঁচানোর সেরমভাবে চেষ্টা করা হয়নি। আজ যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত নিজেদের অবস্থান থেকে ভাঙবেন না বলেই জানিয়েছেন চাকরিহারা শিক্ষকরা।
/anm-bengali/media/media_files/2025/04/11/1000185252-123530.webp)
এর মধ্যেই এক চাকরিহারা শিক্ষক জানিয়েছেন,'' শুধুমাত্র তালিকা প্রকাশ করলেই হবে না। ওই তালিকার মধ্যে কি কি খেলা হয়েছে তাও আমাদের নজরে থাকবে। অর্থাৎ সঠিক যোগ্য শিক্ষকদের তালিকায় রাখা হয়েছে কিনা ? বা কারা তালিকায় আছেন বা কারা বাদ গেছেন সেইসমস্ত বিষয় নজরে রাখা হবে। যদি আমাদের মনে হয় যে তালিকায় কোনও গরমিল আছে, তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামব।''