নিজস্ব সংবাদদাতাঃ মায়ানমারের প্রাক্তন শাসক আং সান সু চিকে আরও ছ’বছরের কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। জানা গিয়েছে, চারটি দুর্নীতির মামলায় জড়িত থাকার দায়ে সোমবার নোবেলজয়ী সু চিকে কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে।
মায়ানমারের সেনাশাসনের বিরুদ্ধে সরব ৭৭ বছর বয়সি সু চির বিরুদ্ধে ঘুষ দেওয়া, নির্বাচনী নিয়মনীতি লঙ্ঘন করা-সহ অন্তত ১৮টি অভিযোগের ভিত্তিতে মামলায় দায়ের হয়েছিল। ওই সমস্ত অভিযোগে সু চি দোষী প্রমাণিত হলে তাঁর সর্বোচ্চ ১৯০ বছরের কারাবাস হতে পারে। গত মাসেও আর একটি দুর্নীতির অভিযোগে তাঁকে পাঁচ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। তারপর সোমবার আরও ছ’বছরের কারাদণ্ড হল দেশের প্রাক্তন শাসকের। যদিও সু চি বরাবরই সমস্ত অভিযোগ অস্বীকার করে এসেছেন।