নিজস্ব সংবাদদাতাঃ আমরা বাঙালিরা কমবেশি সকলেই হয়তো ভ্রমণপিপাসু। সুযোগ সময় পেলে তাই বেড়িয়ে পড়তে ইচ্ছা করে দুরেও কোথাও। প্রকৃতিপ্রেমী মানুষ হলে তো আর কোনও কথাই নেই। তবে এই করোনাকালীন পরিস্থিতিতে সেই ভ্রমণের পরিমাপ কিছুটা হলেও স্তিমিত হয়েছে। তবে এখন বর্ষাও ঘুরে বেরানোর জন্য ভালো সময়। তবে পাহাড়ে গেলে ট্রেকিং এই বর্ষাতে এড়াতে পারলে ভালো। আসুন জেনে নিই এই বর্ষায় কোথায় কোথায় আপনি যেতে পারবেন। • ভ্যালি অব ফ্লাওয়ার্স, উত্তরাখণ্ড: বর্ষার সবচেয়ে জনপ্রিয় ট্রেক-পথ এটি। ইউনেস্কো-র হেরিটেজ সাইটের তালিকাতেও নাম রয়েছে এই পথের। বর্ষাতেই শুধুমাত্র এখানে নানা রঙের ফুল ফোটে। তা দেখতে আসনে পর্যটকরা। • বিয়াস কুণ্ড, হিমাচল প্রদেশ: বিয়াস নদীর উৎসস্থলে গিয়েছে এই পথ। মানালি থেকে খুব সহজেই হেঁটে যাওয়া যায়। বর্ষায় সবুজের ঘনত্ব বাড়ে এই পথে।
• জোংরি, সিকিম: কাঞ্চনজঙ্ঘার পায়ের কাছ পর্যন্ত গিয়েছে এইট্রেক-পথটি। মাঝে গোয়েচ লা পেরোতে হয়। গোটা পথের সৌন্দর্য বর্ষায় কয়েক গুণ বেড়ে যায়। • হাম্পটা পাস, হিমাচল প্রদেশ: হিমাচলের এই ট্রেক-পথে সারা বছরই পর্যটকরা যান। প্রবল শীতে পর্যটকের সংখ্যা কিছুটা কমে যায়। কিন্তু বর্ষায় এই পথের আকর্ষণ সবচেয়ে বাড়ে। সবুজ এবং নানা রঙের ফুল মিলিয়ে অত্যন্ত আকর্ষণীয় হয়ে ওঠে এই পথ। • রুপিন পাস, উত্তরাখণ্ড: রুপিন পাসের সৌন্দর্যও বর্ষায় কয়েক গুণ বেড়ে যায়। সবুজ এবং ফুলের রঙে ভরে থাকে পথ।