নিউ ইয়ার ট্রিপ: জানুয়ারিতে হাতের কাছে ৩০০ টাকা বাজেটে একদিনের মধ্যেই এই ২ অফবিট স্থান থেকে ঘুরে আসুন- শীতের মধ্যে সেরা দিন কাটবে

জানুয়ারিতে হাতের কাছে একদিনের মধ্যেই এই ২ অফবিট অফবিট জায়গা থেকে ঘুরে আসতেই পারেন।

author-image
Aniket
New Update
c

File Picture

নিজস্ব সংবাদদাতা: নিউ ইয়ার ট্রিপের কথা ভাবছেন? কিন্তু হাতে টাকা নেই? কিন্তু ঘুরেত যেতে মন চাইছেই? তাহলে হাতে ৩০০ টাকা আছে তো? এই টাকাতেই ঘুরে আসতে পারেন এই ২ অফবিট স্থান থেকে। আপনার একদিন খুব আনন্দে কাটবে। 

West Bengal Tourism (পশ্চিম বাংলা ভ্রমণ)
খিসমা বন

প্রকৃতি প্রেমীদের জন্য এই বন মন ছুঁয়ে যাবে। আর বেশি টাকাও লাগবে না এই বনে ঘুরতে। একদিনে ফ্যামেলি নিয়ে আরামসে এই বন থেকে ঘুরে আসতে পারেন। শিয়ালদহ থেকে কৃষ্ণনগর লোকালে বিরনগর নামতে হবে। সেখান থেকে টোটো ধরে চলে যান খিসমা বনে। মাথাপিছু ৩০০ টাকার কমেই ঘুরে ফেলতে পারবেন এই বনে।

পূর্বস্থলীর পাখির আসর - Torsa

পূর্বস্থলী পাখিরালয়

শীতের মধ্যে একটুকরো স্বর্গের দর্শন করতে চান? তাহলে ঘুরে আসতেই পারেন পূর্বস্থলী পাখিরালয় থেকে। প্রকৃতির মাঝে হাতে বাওয়া নৌকায় চেপে পাখিদের মধ্যে ভেসে বেড়াতে পারবেন এই পাখিরালয়ে। বন্ধুদের নিয়ে ঘুরতে যাওয়ার জন্য সেরা ঠিকানা এই স্থান। হাওড়া থেকে কাটোয়া লাইনে পূর্বস্থলী নামতে হবে মাথাপিছু ৩০০ টাকার কমেই ঘুরে ফেলতে পারবেন এই স্থান। পিকনিকের জন্য বেশি টাকার প্রয়োজন হবে।