নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গের অন্যতম ভ্রমণ ডেস্টিনেশন হলো মন্দারমনি। এই মন্দারমনিকে পর্যটকদের কাছে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে আর ঢেলে সাজাতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। তাই মন্দারমণির রাস্তাঘাট, বিভিন্ন উদ্যান, পানীয় পরিষেবা উন্নতিকরণ, মনোরম সাইড গড়ে তোলা সহ আরও বিভিন্নভাবে মন্দারমনিকে সাজিয়ে তোলার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার।
আর সেই মর্মে এবার মন্দারমনির হোটেল মালিক ও প্রশাসনিক ব্যক্তিদের উপস্থিতিতে আয়োজিত হোক একটি জরুরি বৈঠক। মন্দারমণির সমুদ্রের কাছে থাকা হোটেলগুলি পর্যটকদের কাছে বেশি করে আকর্ষণীয় হয়ে উঠেছে। এই পর্যটন কেন্দ্রে যাতে কোন সমস্যা না তৈরি নয়, বরং আরো সুন্দর করে সেজে ওঠে, সেই লক্ষ্য রাজ্য সরকারের।