নিজস্ব সংবাদদাতাঃ মানুষ আজ বড়ই শর্টকাট এর পিছনে ছোটে। তাই কম সময়ে সহজে লোন পাওয়ার মত সুবিধাও তারা হাতছাড়া করতে চান না। তবে অনেকেই হয়তো জানেন না যে এই সমস্ত লোন আপনার জন্য হতে পারে খুবই ভয়ঙ্কর। প্লে-স্টোরে বেশ কিছু অ্যাপ পাওয়া যায়। যেগুলি সহজে এবং কম সময়ের মধ্যে লোন দেয় বলে দাবি করে থাকে। গ্রাহকরা লোন নেওয়ার মাধ্যমে প্রতারণার জালে জড়িয়ে পড়েন। আপনার ফোনে এসএমএস মাধ্যমে আপনার ব্যাঙ্কের সব রকম তথ্য হাতিয়ে নিতে পারে হ্যাকাররা। তাই সাবধানতা অবলম্বন করলে আপনি বিপদের হাত থেকে রক্ষা পেতে পারেন। এসব অ্যাপ ফোনে একবার ডাউনলোড করলেই আপনার নিরাপত্তার ঘাটতি দেখা যাবে। তাই এইসব ভুয়ো অ্যাপগুলি ডাউনলোড করা থেকে বিরত থাকুন।