নিজস্ব সংবাদদাতা: দুরন্ত ফর্মে ফিরল গুজরাট টাইটান্স। রবিবারের আইপিএল ২০২৫ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে সাত উইকেটে হারিয়ে জয়ের পথেই ফিরল শুভমন গিলের দল। জয় এল হাতে রইল ২০ বল — যা দলের আত্মবিশ্বাসে বাড়তি জ্বালানি যোগাবে। অপরদিকে, টানা চতুর্থ হারে ধুঁকছে প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদ। চার ম্যাচে মাত্র একটি জয় নিয়ে প্লে-অফ দৌড়ে বেশ পিছিয়ে পড়েছে তারা।
টস জিতে প্রথমে ব্যাট করতে পাঠানো হয় হায়দরাবাদকে। প্রত্যাশা ছিল ট্র্যাভিস হেড, হেনরিখ ক্লাসেন, অভিষেক শর্মাদের দুরন্ত ব্যাটিংয়ের। কিন্তু বাস্তবে মহম্মদ সিরাজের আগুনে বোলিংয়ে ভেঙে পড়ে হায়দরাবাদের টপ অর্ডার। হেড ফেরেন মাত্র ৮ রানে। সিরাজের স্পেলেই বিদায় নেন অভিষেক (১৬ বলে ১৮) এবং অনিকেত বর্মা। ইশান কিষান করেন ১৪ বলে ১৭ রান, তাঁকে আউট করেন প্রসিদ্ধ কৃষ্ণ।
নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটার নীতীশ কুমার রেড্ডি ৩৪ বলে করেন ৩১ রান — যা টি-টোয়েন্টির জন্য খুবই ধীরগতির ইনিংস। ক্লাসেন কিছুটা লড়াইয়ের চেষ্টা করলেও তিনিও সাই কিশোরের স্পিনে কাবু হয়ে যান। সিরাজ এদিন ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে নেন ৪টি উইকেট। কামিন্স শেষ দিকে ৯ বলে ২২ রানের ক্যামিও খেললেও হায়দরাবাদের ইনিংস থামে ২০ ওভারে ৮ উইকেটে ১৫২ রানে।
জবাবে ব্যাট করতে নেমে টাইটান্সও শুরুতে ধাক্কা খায়। সুদর্শনকে ৫ রানে ফিরিয়ে দেন মোহাম্মদ শামি, এরপর প্যাট কামিন্স ফিরিয়ে দেন ভয়ংকর জোস বাটলারকে, তিনি শূন্য রানে আউট হন।
/anm-bengali/media/media_files/2025/04/07/kXpoJAJmLCAwyNzY5bkJ.JPG)
তবে এরপর ম্যাচের রাশ ধরে নেন অধিনায়ক শুভমন গিল এবং ওয়াশিংটন সুন্দর। কোনও ঝুঁকি না নিয়ে তাঁরা স্কোর এগিয়ে নিয়ে যান। এই পরিস্থিতিতে কোচ আশিস নেহেরার সিদ্ধান্তে সুন্দরকে উপরের দিকে নামিয়ে আনা হয় — যা ম্যাচে মোড় ঘোরানো সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়।
২০ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে গুজরাট টাইটান্স। এই জয়ে পয়েন্ট টেবিলে আরও ওপরে উঠে এল তারা, অন্যদিকে হায়দরাবাদের জন্য প্লে-অফে ওঠার রাস্তা আরও কঠিন হয়ে পড়ল।
মহম্মদ সিরাজ, ৪-০-১৭-৪ — তাঁর বিধ্বংসী স্পেলেই ভেঙে পড়ে হায়দরাবাদ। সানরাইজার্স হায়দরাবাদকে এবার ফিরতে হবে ছন্দে, নয়তো এবারের আসরে তাদের আশা কার্যত শেষ। গুজরাট টাইটান্সের পরবর্তী ম্যাচে লক্ষ্য থাকবে এই ফর্ম ধরে রাখা।