KKR vs RCB: কলকাতার মাঠেই ধুলোয় মিশল কেকেআর! উদ্বোধনী ম্যাচে জিতল আরসিবি

কলকাতার বোলারদের পরাজিত করলেন কোহলি।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
ipl

নিজস্ব সংবাদদাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫- এর উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ক্যাপ্টেন রজত পতিদারের নেতৃত্বে দুর্দান্ত শুরু করেছে। তাদের প্রথম ম্যাচেই আরসিবি কলকাতা নাইট রাইডার্সকে তাদের ঘরের মাঠে ৭ উইকেটে হারিয়েছে।

फिल साल्ट और विराट कोहली (Photo- Getty Images)

২২ মার্চ ইডেন গার্ডেনের এই ম্যাচে কেকেআর জয়ের জন্য আরসিবিকে ১৭৫ রানের টার্গেট দেয়। ১৭তম ওভারে আরসিবি এই লক্ষ্য অর্জন করে।