নিজস্ব সংবাদদাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫- এর উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ক্যাপ্টেন রজত পতিদারের নেতৃত্বে দুর্দান্ত শুরু করেছে। তাদের প্রথম ম্যাচেই আরসিবি কলকাতা নাইট রাইডার্সকে তাদের ঘরের মাঠে ৭ উইকেটে হারিয়েছে।
/anm-bengali/media/post_attachments/aajtak/images/story/202503/67deef0ae3619-photo--getty-images-221028933-16x9-287425.jpg?size=948:533)
২২ মার্চ ইডেন গার্ডেনের এই ম্যাচে কেকেআর জয়ের জন্য আরসিবিকে ১৭৫ রানের টার্গেট দেয়। ১৭তম ওভারে আরসিবি এই লক্ষ্য অর্জন করে।