বিনা টেন্ডারে গাছ বিক্রির জন্যে ঘুষ! অভিযোগ তৃণমূলের দিকে, সব মিথ্যে বলছে দল

ভিডিও করে দলকে কলংকিত করার জন্য বিভ্রাট সৃষ্টি করছে সিপিএম বিজেপি, দাবি তৃণমূলের।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
c45rhg

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিনা টেন্ডারে গাছ বিক্রির জন্য ঘুষের টাকা নিচ্ছেন তৃণমূলের অঞ্চল সভাপতি। ফেসবুক পোস্ট করে অভিযোগ করেছে বিজেপি এবং সিপিএম। গাছের নষ্ট হওয়া ডাল কাটার জন্য অঞ্চল ফান্ডে জমা হওয়া টাকাই গোনা হচ্ছিল। সেটিকে ভিডিও করে দলকে কলংকিত করার জন্য বিভ্রাট সৃষ্টি করছে সিপিএম বিজেপি, দাবি তৃণমূলের। যদিও ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা যাচাই করেনি এএনএম নিউজ। 

গতকাল বিকেলের পর থেকে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা জুড়ে একটি ভিডিও ভাইরাল হতে শুরু হয়েছে সোশ্যাল সাইটে। যেখানে দেখা যাচ্ছে ডেবরা ব্লকের রাধামোহনপুর ১ গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে ওই অঞ্চলের অঞ্চল সভাপতি বিনোদ বিহারী দে একজনের কাছ থেকে হাতে টাকা নিয়ে গুনছেন। 

ckjolkl

আর সেই ভিডিওকে ফেসবুকে পোস্ট করে বিরোধী দলের নেতারা লিখেছেন বিনা টেন্ডারে গাছ কাটার জন্য অঞ্চল সভাপতি ঘুষ নিচ্ছে। যদিও এ বিষয়ে ওই অঞ্চল সভাপতি কোনো মুখ খোলেননি। 

cfyjn

এ বিষয়ে ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি আশীষ হুদাইত জানিয়েছেন, “আমি পুরো বিষয়টি খতিয়ে দেখেছি। যেখানে ঘুষের অভিযোগ উঠে এসেছে তা আদতে মিথ্যে। অঞ্চলের কিছু গাছের ডাল নষ্ট হয়ে গিয়েছে। সেগুলিকে কাটার জন্য অঞ্চল ফান্ডে কিছু টাকা ডোনেশান হিসেবে জমা করা হয়েছে। সেই টাকাই গোনা হচ্ছিল। সেই সময় কেউ ভিডিও করে তা ভাইরাল করেছে। বিরোধীদের অভিযোগ ভিত্তিহীন। ওরা কাজে নেই। শুধু দলকে বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছে”।