নিজস্ব সংবাদদাতা, ডেবরাঃ ডেবরায় জোড়া পথ দুর্ঘটনা। বাইক নিয়ন্ত্রণ হারিয়ে আহত ২, অপরদিকে জাতীয় সড়কে টেলার ধাক্কা মারলো ফ্যাক্টরির দেওয়ালে। জানা গিয়েছে, প্রথমটি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের দ্বারিকাপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফ্যাক্টরির দেওয়ালে ধাক্কা কনটেনার বোঝাই ট্রলারের।
জানা গিয়েছে, ১৬ নং জাতীয় সড়কের পাশে একটি ফ্যাক্টরির দেওয়ালে গিয়ে ধাক্কা মারে। চালক অল্প বিস্তর আহত হয়েছে। তবে ফ্যাক্টরির রুমের ভেতরে কেউ থাকলে বড় বিপদ ঘটতে পারতো। ডেবরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো বিষয়টি খতিয়ে দেখে। একদিন আগের ঘটনা হলেও গাড়িটি এই মুহুর্তে ওই এলককাতেই পড়ে রয়েছে।
অপরদিকে ডেবরার কামারশাল এলাকায় বাইকের গতিবেগ নিয়ন্ত্রণ না করতে পেরে রাস্তা থেকে ২০ ফুট দূরে ছিটকে পড়লো দুই যুবক। তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছে এলাকাবাসী। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে আজ বেলা ১১ টা নাগাদ।