নিজস্ব প্রতিনিধি, খড়গপুর: না, তিনি বিজেপি কর্মী বা বিজেপি সমর্থক নন, তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অন্ধ ভক্ত। তার মতে, "আমি মোদীজীর ভক্ত। ভারতের সর্বশ্রেষ্ঠ নেতা উনি। আমরা গর্বিত এমন প্রধানমন্ত্রীকে পেয়ে"। নিজের 'প্রিয় নেতা'র সঙ্গে দেখা করার জন্য পায়ে হেঁটেই খড়গপুর থেকে দিল্লি রওনা দিলেন বছর ৪৫-র বিশ্বনাথ ওরফে রবি। রবি খড়গপুর শহরের ১৫নং ওয়ার্ডের জয় হিন্দ নগরের বাসিন্দা। আগে পানের দোকান ছিল। এখন অবশ্য টোটো চালান। তা থেকেই অল্প অল্প কিছু টাকা সঞ্চয় করে রওনা দিয়েছেন দিল্লির উদ্দেশ্যে। বুধবার বিকেলে নিমপুরার কনকদুর্গা মন্দিরে বজরংবলীর পুজো দিয়ে হাতে বজরংবলীর পতাকা নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন রবি।
খড়গপুর থেকে দিল্লির দূরত্ব প্রায় ১৬০০ কিলোমিটার। রবি বলেন, "আশা করছি ৩ মাসের মধ্যে পৌঁছে যাব। প্রতিদিন ২০-২৫ কিলোমিটার হাঁটার লক্ষ্যমাত্রা নিয়েছি। আমি নিশ্চিত, পথে অনেকেই আমাকে সাহায্য করবেন। অসুবিধা হবে না"। হঠাৎ কেন এই ভাবনা-চিন্তা? রবি বলেন, "হঠাৎ নয়। এর আগে ২০১৫ সালে আমি আমার প্রিয় অভিনেতা (তেলেগু সুপারস্টার) পবন কল্যাণের সঙ্গে দেখা করতে সাইকেলে করে হায়দরাবাদ রওনা দিয়েছিলাম। ২০১৫ সালের ৩ এপ্রিল রওনা দিয়েছিলাম, ৩০ এপ্রিল পৌঁছে গিয়েছিলাম। ওঁর বাড়িতে একদিন থেকে পরের দিনই ফের খড়গপুর রওনা দিয়েছিলাম"। রবি এও জানান যে ২০২০ সালে পায়ে হেঁটে তিরুপতি মন্দির গেছেন ও তিরুপতি বালাজির সাক্ষাতও পেয়েছেন। এবারও কি প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেয়ে যাবেন বলে আশা করছেন? রেল শহরের রবি বলেন, "অবশ্যই পাবো। বজরংবলীর আশীর্বাদ সঙ্গে আছে"।