নিজস্ব সংবাদদাতা : ২৬-এর বিধানসভা ভোটের দামামা বাজার আগেই ভুতুড়ে ভোটার নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। ভুতুড়ে ভোটার প্রসঙ্গকে কেন্দ্র করে সুর চড়াতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস।ইতিমধ্যে তৃণমূল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন দলের নেতৃত্বদের।সেইমত জেলায় জেলায় শাসকদলের নেতা কর্মী থেকে বিধায়ক সাংসদরা ভুতুড়ে ভোটারের খোঁজে বাড়ি বাড়ি ভোটারদের ভোটার তালিকা যাচাইয়ে নেমেছে।তেমনই পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভোটার তালিকা যাচাই করলেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরুপ ধাড়া। অপরদিকে ডেবরাতেও পাড়ায় পাড়ায় ঘুরছেন বিধায়ক ডঃ হুমায়ুন কবীর।
/anm-bengali/media/media_files/OQ0BoxJ39vMgOaCKDNOr.webp)
এদিন ডেবরা ব্লকের দলবতিপুর,নচিপুর সহ বেশ কয়েকটি এলাকায় বাড়ী বাড়ী ভোটার তালিকা দেখে এবং ভোটার কার্ড দেখে মিলিয়ে দেখেন। বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সীতেশ ধাড়া সহ অনান্যরা। আগামী দিনে তিনি বিভিন্ন এলাকায় এলাকায় গিয়ে এই কর্মসুচী চালিয়ে যাবেন বলে জানান বিধায়ক ডঃ হুমায়ুন কবীর।