নিজস্ব সংবাদদাতা: পান্ডুয়ার রওজা পাড়ার বাসিন্দা তরুণ প্রিতম দাস(১৯) গত ১১ তারিখ বিকালের দিকে বাড়ি থেকে বেরিয়েছিলেন বন্ধুদের সঙ্গে মহানাদ যাবে বলে। কিন্তু রাতে বাড়ি ফেরেনি। জানা যান, পরদিন ভোরে ব্যান্ডেল জিআরপি তার মৃতদেহ উদ্ধার করেছেন পান্ডুয়া আর খন্যানের মাঝে রেল লাইন থেকে। তরুণের মৃতদেহের ময়না তদন্ত হবে ইমামবাড়া হাসপাতালে। মৃত তরুণের দিদি প্রিয়াঙ্কা দাস পান্ডুয়া থানায় অভিযোগ দায়ের করেন। প্রিতমের দুুই বন্ধু অভি ঘোষ ও কুশল ঘোষের বিরুদ্ধে।
ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে পান্ডুয়ার রবীন্দ্র পল্লীর অভি ঘোষ আর কাজি মহল্লার কুশল ঘোষকে। সূত্রের খবর, প্রিতমদের আদি বাড়ি দক্ষিন ২৪ পরগণার বিষ্ণুপুর থানা এলাকায়। গত কয়েক বছর ধরে পান্ডুয়ায় দাদুর বাড়িতে থাকতেন তার মা ও দুই বোন। সেখানেই যাতায়াত করতেন প্রিতম।
ইতিমধ্যে হুগলি গ্রামীন পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানিয়েছেন, যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে রেললাইন থেকে। তার আগে তাঁর পরিবার পান্ডুয়া থানায় অভিযোগ দায়ের করে।দুজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পিছনে কি কারণ আছে, সেটা খতিয়ে দেখা হচ্ছে।