নিজস্ব প্রতিনিধি: হলুদ সাথে কালো ছোপ ছোপ ঠিক যেন চিতা বাঘ সম্পূর্ণ তেমনি দেখতে এক প্রাণীর দুর্ঘটনায় মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। হুগলি জেলার কানাইপুর এর ধর্মতলা এলাকায় সন্ধ্যার পর চিতা বাঘের মত দেখতে প্রাণী রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় প্রাণ হারায়। এরপরেই এই বিলুপ্তপ্রায় প্রাণীটিকে দেখতে ভিড় জমে যায়। খবর যায় স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান ভবেশ ঘোষের কাছে। খবর পেয়ে চলে আসেন পঞ্চায়েতের অন্য সদস্যরাও। পরে জানা যায় চিতা বাঘের মত দেখতে প্রাণীটি আসলে একটি বিলুপ্তপ্রায় প্রাণী বাঘরোল। এই বিষয়ে এলাকার স্থানীয় মানুষরা অভিযোগ তোলেন রাস্তায় এখন প্রায়ই বেপরোয়া গতিতে গাড়ি চলতে দেখা যাচ্ছে। যার ফলে বাড়ছে দুর্ঘটনা। স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান ভবেশ ঘোষ এই বিষয়ে বলেন, "বাঘরোলটি হয়তো রাস্তা পারাপারের সময় কোনো গাড়ির ধাক্কায় মারা গেছে। রাস্তাটি খুবই ব্যস্ত রাস্তা। প্রচুর গাড়ির চলাচল এই রাস্তায় আর রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা খেয়েছে প্রাণীটি। তবে এই প্রাণী খুবই বিলুপ্তপ্রায় প্রাণী, এই প্রাণী এলাকায় দেখলে কখনোই মারবেন না তাদের নিরাপদ স্থানে ছেড়ে দেবেন"।