লক্ষ লক্ষ টাকা লেনদেনের উত্তর দিতে পারে নি ব্যাঙ্ক ! জাতীয় সড়ক অবরোধ মহিলাদের

ব্যাঙ্কের বিরুদ্ধে ক্ষোভ দেখিয়ে জাতীয় সড়ক অবরোধ করে স্বসহায়ক দলের মহিলারা।

author-image
Adrita
New Update
এ

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ হঠাৎ সেভিংস একাউন্টে ঢুকে পড়েছিল লক্ষ লক্ষ টাকা। মোবাইলে ম্যাসেজ এসেছিল "বাই স্যালারি"। পরক্ষণে দুদিনের মাথাতেই সেই টাকা আবার গ্রাহকদের সেভিংস একাউন্ট থেকে ট্রান্সফার করে নেওয়া হলো অন্য একাউন্টে। গ্রাহকদের কোন অনুমতি নেওয়া হয় নি বলে অভিযোগ। তারপরই ক্ষোভে ফেটে পড়েন ব্যাঙ্কের সামনে স্বসহায়ক দলের মহিলারা। ব্যাঙ্ক কর্তৃপক্ষের থেকে কোন উত্তর না পাওয়ায় জাতীয় সড়ক অবরোধ করেছিল গত বুধবার। পরিস্থিতি বেগতিক দেখে অবশেষে ওই দিন ৪৮ ঘণ্টা সময় দিয়েছিল ব্যাঙ্ক কর্তৃপক্ষ সদুত্তর দেওয়ার। শুক্রবার সেই সময়ের মধ্যে কোন সদুত্তর না মেলায় ব্যাঙ্কের বিরুদ্ধে ক্ষোভ দেখিয়ে জাতীয় সড়ক অবরোধ করে স্বসহায়ক দলের মহিলারা।

ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের সুন্দরা এলাকায়। দুপুর ১টা থেকে শুরু হয় ওই বিক্ষোভ অবরোধ। স্বসহায়ক দলের মহিলাদের দাবি, সেভিংস অ্যাকাউন্টে লক্ষাধিক টাকা ঢুকেছিল। তা ব্যাঙ্ক অনৈতিকভাবে তুলে নিয়েছে। এই বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য বুধবার ৪৮ ঘন্টা সময় নেওয়ার পরও ব্যাঙ্ক এর কোনও সদুত্তর বা ব্যাখ্যা দিতে পারেনি। জানা গিয়েছে, ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সৈয়দপুর শাখায় বাঁকিবাধ অঞ্চলের প্রায় ৪০০টি স্বসহায়ক দলের ব্যাঙ্ক একাউন্ট রয়েছে। অক্টোবর মাসের শেষে তাঁদের সেভিংস অ্যাকাউন্টে স্যালারি হিসেবে লক্ষাধিক টাকা জমা পড়েছিল। কোনো একাউন্টে ১ লক্ষ ৯০ হাজার টাকা আবার কোনো একাউন্টে তার থেকেও বেশি জমা পড়েছিল। কিন্তু নভেম্বর মাসের ১ তারিখ সেই টাকা ব্যাঙ্ক তাদের অনুমতি ছাড়াই তুলে নেয়। বিষয়টি জানাজানি হতেই গ্রাহকরা ব্যাঙ্কে এসে খোঁজখবর নেন। কিন্তু তার সদুত্তর ব্যাঙ্ক কর্তৃপক্ষ না দিতে পারায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় শালবনী থানার পুলিশ। উপস্থিত হয়েছিলেন শালবনী বিডিও রোমান মণ্ডল।

শুক্রবার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও ব্যাঙ্কের পক্ষ থেকে কোনও ব্যাখ্যা না পেয়ে ফের পথ অবরোধ করে বিক্ষোভ দেখান শতাধিক স্বসহায়ক দলের মহিলা এবং তাঁদের পরিবারের সদস্যরা। ব্যাঙ্কের সামনে, রাস্তার উপরে বসে পড়েন মহিলা সদস্যরা। যতক্ষণ না ব্যাঙ্কের তরফ থেকে তাদের সঠিক ব্যাখ্যা দেওয়া হবে, এই অবরোধ চলবে বলে হুঁশিয়ারি বিক্ষোভকারীদের। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টায় শালবনী থানার পুলিশ।