মর্মান্তিক খবর! পথদুর্ঘটনায় মৃত্যু তারাপীঠ মন্দিরের সেবায়েতের

পুলিশ সূত্রে খবর, যাওয়ার পথেই একটি ডাম্পারের সঙ্গে সংঘর্ষ  হয় তাঁর গাড়ির। রামপুরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

author-image
Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
Accident

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: পথদুর্ঘটনায় মৃত্যু তারাপীঠের (Tarapith) তারা মা মন্দিরের সেবায়েতের। বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ রামপুরহাট থেকে তারাপীঠ যাচ্ছিলেন সেবায়েত সোমনাথ মুখোপাধ্যায়।

hand-dead-victim-woman-covered-600nw-
ফাইল চিত্র

 পুলিশ সূত্রে খবর, যাওয়ার পথেই একটি ডাম্পারের সঙ্গে সংঘর্ষ  হয় তাঁর গাড়ির। রামপুরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।