নিজস্ব সংবাদদাতা: আগামী ২ এপ্রিল সংসদে পেশ হতে চলেছে সংশোধিত ওয়াকফ বিল। এমনটাই ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু। এই প্রসঙ্গে শিবসেনা (ইউবিটি) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেছেন, "প্রতি রবিবার কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু আগামী সপ্তাহে ওয়াকফ (সংশোধনী) বিল পেশ করার কথা বলেন। হয় তারা জনগণের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন অথবা তারা চান না যে বিলটি পেশ করা হোক কারণ তাদের পূর্ণ সমর্থন নেই। চিরাগ পাসওয়ানের সাম্প্রতিক মন্তব্য ইঙ্গিত দেয় যে তিনি এই বিলের জন্য তাদের (বিজেপি) সমর্থন নাও করতে পারেন। বিজেপির মনে রাখা উচিত যে তাদের কাছে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা নেই। তারা অন্যান্য দলের সমর্থন ছাড়া সংশোধিত ওয়াকফ বিল পাস করতে পারবে না।"
/anm-bengali/media/media_files/wRi3bLSN8QaIUEGO9tC6.jpg)