নিজস্ব সংবাদদাতা : সোমবার গভীর রাতে বেঙ্গালুরু-কামাখ্যা এসি সুপারফাস্ট এক্সপ্রেসের ২০৯ জন যাত্রী কামাখ্যা রেলওয়ে স্টেশনে পৌঁছেছে।
/anm-bengali/media/media_files/2025/04/01/1000179470-664026.jpg)
উল্লেখ, ৩০শে মার্চ, যখন ওড়িশার নেরগুন্ডি স্টেশনের কাছে ১২৫৫১ বেঙ্গালুরু-কামাখ্যা এসি সুপারফাস্ট এক্সপ্রেসের ১১টি কোচ লাইনচ্যুত হয়ে যায়। এই দুর্ঘটনায় একজনের মৃত্যু এবং আটজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।এখন যাত্রীরা নিরাপদে কামাখ্যা স্টেশনে পৌঁছেছেন।