নিজস্ব সংবাদদাতা: ওয়াকফ সংশোধনী বিল সম্পর্কে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বিজেপিকে নিশানা করে বড় বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, "আমরা ওয়াকফ বোর্ড বিলের বিরুদ্ধে কারণ বিজেপি সবকিছুতে হস্তক্ষেপ করতে চায়। তারা সর্বত্র নিয়ন্ত্রণ চায়।"
#WATCH | Delhi: On the Waqf Amendment Bill, Samajwadi Party chief Akhilesh Yadav says, "We are against the Waqf Board Bill because the BJP wants to interfere in everything. They want control everywhere..." pic.twitter.com/vWU6N2SXlx