নিজস্ব সংবাদদাতাছ ওড়িশার ট্রেন দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ঝাড়খণ্ডে ঘটল ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। সাহেবগঞ্জ জেলার বারহাইতে দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর ভয়াবহ আগুন ধরে যায়। ঘটনায় লোকো পাইলটসহ তিনজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন কয়েকজন CISF জওয়ান। তবে ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দুর্ঘটনার সঙ্গে তাদের কোনও যোগ নেই, কারণ এটি NTPC-র প্রাইভেট রেললাইন।
সোমবার ভোররাত সাড়ে ৩টে নাগাদ সাহেবগঞ্জের বারহাইতের NTPC গেটের কাছে এই দুর্ঘটনা ঘটে। লাইনে একটি মালবাহী ট্রেন দাঁড়িয়ে ছিল। তখন তীব্র গতিতে আসা আরেকটি কয়লা বোঝাই ট্রেন সেটিকে সজোরে ধাক্কা মারে। মুহূর্তের মধ্যে ইঞ্জিন ও কয়লা বোঝাই বগিতে আগুন ধরে যায়। ফারাক্কা-লালমাটিয়া এমজিআর রেললাইনে সংঘর্ষটি ঘটে।
দুর্ঘটনার পরপরই NTPC পূর্ব রেলের মালদা ডিভিশনের কাছে সাহায্য চায়। সাহেবগঞ্জ থেকে দ্রুত একটি ক্রেন পাঠানো হয় উদ্ধারকাজে।
/anm-bengali/media/media_files/BxWBvJvAR6wit7geHA1L.jpg)
ইঞ্জিনে মোট ৭ জন ছিলেন, যাদের মধ্যে ২ জন ঘটনাস্থলেই মারা যান। ৪ জন গুরুতর আহত হয়েছেন। ১ জন ইঞ্জিনে আটকা পড়ে যান, তাঁকে বের করার চেষ্টা চলছে। আহতদের দ্রুত বারহাইত সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আরও ১ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩।
ফায়ার ব্রিগেড, রেল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। আহতদের চিকিৎসার পাশাপাশি, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।