পিকনিকে এসে কোমর বেঁধে পার্ক পরিষ্কারে নামল পড়ুয়ারা

তাদের কাণ্ডে মুগ্ধ সবাই।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2024-12-25 at 1.02.33 PM

হরি ঘোষ, দুর্গাপুর: বড় দিন আজ। রাজ্যের বিভিন্ন প্রান্তে পিকনিক স্পটগুলোতে উপচে পড়া ভিড় চড়ুইভাতির জন্য। সেই রকমই শিল্পাঞ্চল দুর্গাপুরের ইস্পাত নগরীর এ জোন মেজর পার্কে পিকনিকে এসেছে একদল পড়ুরা তাদের গৃহ শিক্ষকের সাথে। পার্কে এসে দেখে যে জায়গায় তারা চড়ুইভাতি করবে সেখানে আবর্জনায় ভর্তি। কোমর বেঁধে পড়ুয়ারা সেই পার্ক পরিষ্কার করতে নেমে যায় গৃহ শিক্ষকের নির্দেশে। এইভাবে সেই জায়গাটুকু পরিষ্কার করতে করতে দেখে পুরো পার্ক আবর্জনায় ভর্তি। শুরু হয় পুরো পার্ক পরিষ্কার করার কাজ। সেই দেখে সকালে প্রাতঃভ্রমণে আসা মানুষও হাত লাগায় তাদের সাথে। পড়ুয়াদের এই ভূমিকা সচেতনতার অনন্য নজির বলে মনে করছে সমাজ সচেতন মানুষজন।