পয়লা বৈশাখে ২ হাজার সামগ্রী তৈরির অর্ডার পেলো পিংলার পটচিত্র শিল্পী বাহাদূর চিত্রকর
গণতন্ত্রে হিংসা কাম্য নয় ! মুর্শিদাবাদের ঘটনায় সরব হলেন পাঞ্জাবের রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া
হিন্দুরা ঐক্যবদ্ধ নয় ! মুর্শিদাবাদ হিংসার ঘটনায় বড় মন্তব্য করলেন ধীরেন্দ্র শাস্ত্রী
ওয়াকাফ আইন প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ মিছিল দাসপুরে
এবার ওয়াকফ আইনকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ ভাঙ্গরে ! লাঠিচার্জ করলো পুলিশ
নিজেদেরই মধ্যেই ঝগড়া করছে বিজেপি ! বড় তথ্য ফাঁস করলেন হেভিওয়েট নেতা
ডঃ বি আর আম্বেদকরের জন্মবার্ষিকীতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বিজেপিকে নিশানা করে বিস্ফোরক মন্তব্য
সংবিধানের আত্মাকে হত্যা করা হয়েছিল ! ফের জরুরি অবস্থা নিয়ে কংগ্রেসকে বিঁধলেন মোদি
হিন্দুদের ওপর পাথর বর্ষণ- এবার ফাঁসির দাওয়াই!

শোলার ফুল দিয়েই হবে পুজো সম্পন্ন, তাই চাহিদা তুঙ্গে

দাম কম থাকলেও বিকি কিনি ভালো হওয়ায় মুখে হাসি ফুটেছে বিক্রেতাদের।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
vbhgnhjn

File Picture

নিজস্ব সংবাদদাতা: মা দুর্গার আবরণ হিসেবে ব্যবহার করা হয় সোলার ফুল। যার পোশাকি নাম চাঁদ মালা। নকল না আসল তা চিনতে রীতিমত দিশেহারা হয়ে গিয়েছেন ক্রেতারা। জলপাইগুড়ি শহরের বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে এই সোলার ফুল। দশমীর দিন বিভিন্ন বাড়িতে বাড়িতে এই সোলার ফুল বাড়িতে লাগানোর প্রচলন রয়েছে। জলপাইগুড়ির কদমতলা বাজার থেকে দিন বাজারে এখন সোলার ফুলের রমরমা। 

যদিও এক একটি সোলার গোলাপ ফুলের দাম বিক্রি হচ্ছে পাঁচ টাকা করে। বিক্রেতারা বলছেন মালকানি থেকে শোলার ফুল চাষ করেন তারা। এরপর বানান তবুও যেন লাভের মুখ দেখতে পান না তারা। তাদের উৎপাদন খরচ বাড়লেও কিছুতেই সোলার ফুলের দাম বাড়ছে না বলে অভিযোগ করেছেন। সোলার ফুল বানিয়ে খুব একটা লাভের মুখ দেখতে পান না তারা। কিন্তু বাধ্য হয়ে সোলার ফুল বিক্রি করতে হয় মানুষের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে বলছেন তারা। 

vbghj

এদিন ক্রেতারা বলছেন প্রায় প্রত্যেকের বাড়িতেই এই সোলার কদম ফুল বা চাঁদ মালা লাগানোর প্রচলন রয়েছে। এছাড়া দেবী দুর্গার পূজায় অবশ্যম্ভাবী এই চাঁদ মালা। ইতিমধ্যেই বিভিন্ন পুজোর বাজার হিসেবে এই চাঁদ মালা নিয়ে গিয়েছেন বারোয়ারি থেকে বনেদি পুজোর উদ্যোক্তারা। দাম কম থাকলেও বিকি কিনি ভালো হওয়ায় মুখে হাসি ফুটেছে বিক্রেতাদের।

vghjuyj