নিজস্ব সংবাদদাতা: বেশ কয়েকদিন ধরে সূর্যমামার তেজে নাজেহাল অবস্থা হয়েছিল পুরুলিয়াবাসীর। হু হু করে তাপমাত্রার পারদ পার হয়ে গিয়েছিল ৪০। তবে এবার মিললো স্বস্তি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় অবশেষে স্বস্তির বৃষ্টি নামে জেলা জুড়ে।
/anm-bengali/media/media_files/yaX1XKrSttJh0CnV4OrB.jpeg)
সন্ধ্যার পর জেলার বিভিন্ন প্রান্তে হালকা ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় জেলার বিভিন্ন প্রান্তে।