নিজস্ব সংবাদদাতা : মুর্শিদাবাদের সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষিতে এবার নড়েচড়ে বসেছে কেন্দ্র সরকার। একের পর এক কেন্দ্রীয় কমিশন পৌঁছতে চলেছে রাজ্যে। সূত্রের খবর, ১৮ এপ্রিল মালদা এবং ১৯ এপ্রিল মুর্শিদাবাদ সফরে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। সেই সফরে থাকবে কেন্দ্রীয় সরকারের দুটি গুরুত্বপূর্ণ কমিশন। এর পাশাপাশি জাতীয় মহিলা কমিশনও রাজ্য সফরের ঘোষণা করেছে। তাদের টিম শুক্রবার মালদা এবং শনিবার মুর্শিদাবাদ সফরে যাবে।
/anm-bengali/media/media_files/2025/04/12/6venJMUyBYROetjRQIuG.JPG)
উল্লেখ্য, আজই মুর্শিদাবাদে পৌঁছচ্ছে জাতীয় মানবাধিকার কমিশনের দল। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতেই এই সফর বলে সূত্রের খবর।সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, DG-কে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, DG-কে সংসদে তলব করার দাবিও উঠেছে। সব মিলিয়ে মুর্শিদাবাদকে কেন্দ্র করে রাজ্য ও কেন্দ্রের সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন।