নিজস্ব সংবাদদাতা : পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে এক মর্মান্তিক ঘটনায়। পুলিশের দাবি, গরু পাচার আটকাতে গিয়ে এক পুলিশ গাড়ির চালককে পিষে মেরে পালিয়ে গেল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে নন্দীগ্রামের রেয়াপাড়া পুলিশ ফাঁড়ির সামনে। সূত্র অনুযায়ী, বেশ কিছু দুষ্কৃতী একটি লরি করে অবৈধভাবে গরু পাচারের চেষ্টা করছিল। বিষয়টি নজরে আসতেই রেয়াপাড়া ফাঁড়ির পুলিশ সদস্যরা সেই লরিটিকে আটকানোর চেষ্টা করেন।
/anm-bengali/media/media_files/yTcOvI0VVZxXzvAxvxhC.jpg)
প্রথমে ওই লরি পুলিশ টহলদার গাড়িতে ধাক্কা মারে। এরপর পুলিশ কর্মীরা গাড়ি থেকে নেমে গরু বোঝাই লরিটিকে থামানোর চেষ্টা করলে, অভিযুক্ত লরি চালক গাড়ির চালককে পিষে দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। গাড়ির চালক গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।