নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: গাজন সন্ন্যাসীদের উপর মিথ্যে অভিযোগ ও অভিযোগের ভিত্তিতে গ্রামেরই এক যুবককে গ্রেফতারের প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গাজন সন্ন্যাসীসহ গ্রামের সাধারণ মানুষের। দীর্ঘক্ষণ অবরোধের জেরে দেখা দিয়েছে তীব্র জানজট।
ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার জাড়া এলাকার। সকাল থেকে ক্ষীরপাই থেকে আরামবাগগামী রাজ্য সড়কের জাড়া এলাকায় অবরোধ করে বিক্ষোভে সামিল শতাধিক মানুষ। ফলে রাজ্য সড়কে দাঁড়িয়ে যায় পণ্যবাহী গাড়ি থেকে যাত্রীবাহী বাস। অবরোধকারীদের অভিযোগ, গাজনের সময় জাড়া গ্রামের পাশে বওড়া গ্রামের কয়েকজন যুবকের সাথে গন্ডগোল পাকে। সেই গন্ডগোলের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার গ্রামের এক যুবককে পুলিশ গ্রেফতার করে। পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে অবিলম্বে অভিযুক্ত ব্যক্তির মুক্তির দাবিতে সকাল থেকে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রকোনা থানার পুলিশ। পরে তাদেরই হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।