নিজস্ব সংবাদদাতা : সকালে কৃষিজমি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। পরিবার থেকে শুরু করে এলাকাবাসীর অভিযোগ খুন করা হয়েছে। মৃতদেহের গলায় ও শরীরে রয়েছে আঘাতের চিহ্ন। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে জানিয়েছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার চালতাবাধি এলাকায়। জানা যায় এলাকার বাসিন্দা ইয়াসিন গায়েন(২২),গতকাল রাতে জলসা দেখতে বেরিয়েছিল। রাত ১২ টা পার হলেও ইয়াসিন আর বাড়ি ফেরেনি। আজ সকালে ইয়াসিনের বাড়ি থেকে কিছুটা দূরে মাঠে মৃতদেহ পড়ে থাকতে দেখতে পায় গ্রামের মানুষজন।ঘটনায় ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চন্দ্রকোনা থানার রামজীবনপুর ফাঁড়ির পুলিশ। মৃতের বাবা রফিক আলি গায়েন ও গ্রামের মানুষ সকলেরই দাবী গ্রামের ছেলেটিকে খুন করা হয়েছে। পুলিশ সুত্রে খবর, মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হচ্ছে। মৃতের গলায় ও শরীরের বেশ কয়েকটি জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। পুরো বিষয়টি জানা যাবে ময়নাতদন্তের পর।সমস্ত ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ।